নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সিনিয়র ক্রীড়া সাংবাদিক কাজী শহীদুল আলম ও তৃণমূল ফুটবল সংগঠক মো: শাহাদাত হোসেন যুবারয়ের। গতকাল রাজধানীর মতিঝিলস্থ এক হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মো: শাহদাত হোসেন যুবায়ের তার প্রতিবেদনে গত দু’বছরের কার্যক্রম তুলে ধরেন। সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি এসজি আকবর ও সহ-সভাপতি আবদুল বারী মানিকসহ অন্যান্য সদস্যরা। সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রথম অধিবেশন শেষ হলে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার আল-আমিন বিশ^াসের তত্ত¡াবধানে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতক্রমে কন্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহীদ ও যুবায়ের। পরবর্তীতে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটি ও জাতীয় নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে পাঁচ সদসের একটি কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।