Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সবচেয়ে বড় মাছ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

সাগরের একেবারে গভীর অন্ধকারে হোয়েল শার্কদের বসবাস। মৎস্যজীবীদের জালে বন্দি হয়ে সেই হোয়েল শার্কই ধরা পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশে। বন দফতরের তৎপরতায় ২ টন ওজনের মাছটিকে ফিরিয়ে দেওয়া হয় সাগরের বুকে। কারণ বিশ্বের বৃহত্তম মাছ হোয়েল শার্ক এক অতি বিপন্ন প্রজাতি। পৃথিবীর জীবজগতের ভারসাম্য রক্ষার জন্য তাদের বেঁচে থাকা একান্তই দরকার।
বিশাখাপত্তনমের তনতড়ি সাগর সৈকতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই বিশাল দেহের মাছটি। এরপর খবর পেয়ে সেখানে হাজির হন বন দফতরের কর্মীরা। তাদের তত্ত্বাবধানে মাছটিকে ফের ফিরিয়ে দেওয়া হয় সাগরে। যদিও কাজটি সহজ ছিল না।
জেলা বন কর্মকর্তা অনন্ত শংকর জানিয়েছেন, কীভাবে নিরাপদে মাছটিকে সাগরে ফিরিয়ে দেওয়া হবে তা খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু কাজটা ছিল শ্রমসাধ্য। শারীরিক ও মানসিক, দুই দিক থেকেই।
বন দফতরের সহযোগিতায় শেষ পর্যন্ত মৎস্যজীবী ও বন্যপ্রাণ সংরক্ষণকারীরা ২ টন ওজনের মাছটিকে জীবন্ত অবস্থাতেই সাগরে ফিরিয়ে দেন। পুরো বিষয়টিই সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে। হোয়েল শার্কটি সাঁতরে সাগরের গভীরে চলে গেছে।
এরপরই বন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এই মাছের দেখা পেলে যেন সঙ্গে সঙ্গে তা দফতরকে জানানো হয়। সবক্ষেত্রেই যেন মাছটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়া যায় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। জাল ছিঁড়ে গেলে বা অন্য কোনও ক্ষয়ক্ষতি হলে মৎস্যজীবীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, হোয়েল শার্কই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মাছ। সাধারণ ভাবে একটি পূর্ণবয়স্ক হোয়েল শার্ক ১৮ মিটারেরও বেশি দীর্ঘ হয়। সাধারণত কর্কটক্রান্তীয় অঞ্চলে এদের দেখা মেলে। এই মাছের আয়ু সর্বনিম্ন ৮০ থেকে সর্বোচ্চ ১৩০ বছর। চেহারায় তিমি ও হাঙরের সঙ্গে সাদৃশ্য থাকায় এদের হোয়েল শার্ক বলে ডাকা হয়। সূত্র : ইন্ডিয়া টাইমস, এনডিটিভি।



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ এএম says : 0
    ধন্যবাদ মত্স্য জীবিকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ