Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দিন পালন করতে মাকে ম্যানচেস্টারে নিয়ে এলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:২০ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার পরিবারের সঙ্গে বড়দিন পালনের একটি ছবি প্রকাশ করেছেন। রোনালদো, জর্জিনা ও তার ছেলেমেয়েরা একই রকমের পোশাক পরে বড়দিনের সাজে নিজেদের সাজায়। 
 
সিআরসেভেনের মা দোলারেসকেও ছবিতে বেশ হাস্যোজ্জল দেখা যায়, তাদের ম্যানচেস্টারের বাড়ির সিড়ির কাছে তোলা ছবিতে। 
 
ছবিটিতে রোনালদোকে দেখা যায় শান্তি চিহ্ন দেখাতে, পাশে বসে আছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। আর উপরের দিকে তার চার সন্তান।  
 
পুরো পরিবার তাদের উজ্জল ক্রিসমাস ট্রির পাশে হাসি দিয়ে ছবি তোলে। যেটি বেশ দামী জিনিসপত্র দিয়ে সাজানো। রোনালদোর পরিবারের সঙ্গে তার বেশ কয়েকজন ভালো ও কাছের লোকও ছিল৷ ছবিটির শিরোনামে রোনালদো লেখেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে সকলকে বড় দিনের শুভেচ্ছা জানাই।’
 
রোনালদোর এ ছবিটিতে মাত্র ১০ মিনিটের মধ্যে ১০ মিলিয়ন লাইক পরে। তার ভক্তরা তাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দেয়। 
 
বড় দিনের পর রোনালদোর জন্য অপেক্ষা করছে আরো বড় আনন্দ। কারণ আর কয়েকমাস পরই তার বান্ধবী জর্জিনার ঘর আলো করে আসছে জমজ সন্তান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ