Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়ার পথে যাত্রা ওয়েব স্পেস টেলিস্কোপের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ইতিহাস গড়ার জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক এই টেলিস্কোপ যাত্রা শুরু করবে। ফরাসি গায়েনা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটের পিঠে চেপে মহাকাশে যাত্রা করছে সে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে ১০০০ কোটি ডলার। ৩০ বছর ধরে এর ডিজাইন করা হয়েছে। নির্মাণ কাজ করা হয়েছে। বলা হচ্ছে, এই টেলিস্কোপ হতে যাচ্ছে একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রচেষ্টার মধ্যে অন্যতম। এর উদ্দেশ্য হবে এই মহাবিশ্বে আলো বিকিরণকারী যেকোনো নিকটবর্তী নক্ষত্র এবং ছায়াপথের ছবি ধারণ করে তা পৃথিবীতে পাঠানো। এ ছাড়া দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমÐল, আবহাওয়া সম্পর্কেও অনুসন্ধানের সক্ষমতা আছে এই টেলিস্কোপের। এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করা যাবে যে, দূরে অবস্থিত গ্রহগুলোতে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বিষুবীয় কোউরোউ মহাকাশ বিষয়ক লঞ্চপ্যাড থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আকাশে উৎক্ষেপণ করার কথা রয়েছে। তাকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। তবে উদ্বেগের মাত্রাও কম নয়। মহাকাশে স্থান পেতে এর যাত্রাপথের প্রথম ২৭ মিনিট হবে খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হবে। এরপর এই টেলিস্কোপ জটিল কিছু ধারাবাহিকতার মধ্য দিয়ে অগ্রসর হবে। এ সময়ে অবজার্ভেটরি কোনো কাজ করবে না। তবে আশা করা হচ্ছে, এ সময়ে জটিল কার্যকলাপ সম্পন্ন হবে ত্রæটিহীন অবস্থায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক এজেন্সির প্রশাসক বিল নেলসন বলেছেন, ব্যতিক্রমী এক মিশন হবে ‘ওয়েব’-এর। যখন আমরা বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাই তখন কি ঘটতে পারে তার এক উজ্বল উদাহরণ হতে পারে এই টেলিস্কোপ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ