Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিধিনিষেধে দ. কোরিয়ার ব্যবসায়ীদের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বিশ্বজুড়ে আবারো বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে নতুন ধরন ওমিক্রনের কারণে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ কোরিয়ারও বিধিনিষেধ কঠোর করতে শুরু করেছে। আর এতে ক্ষিপ্ত হয়েছে দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরকারের নেয়া কঠোর সামাজিক দূরত্বের বিধিমালার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সিউলের অন্তত ৩০০ক্ষুদ্র ব্যবসায়ী। তারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। খবর রয়টার্স। দীর্ঘদিন কঠোর বিধিনিষেধ মেনে চলার পর গত নভেম্বরেই কভিডজনিত বিধিনিষেধে শিথিলতা আনে দক্ষিণ কোরিয়া। কারণ সে সময় সংক্রমণের তীব্রতা অনেকটাই কমে এসেছিল। দেশটিতে টিকাদানের হারও ৯২ শতাংশ ছাড়িয়েছে। কিন্তু হঠাৎ করেই বাড়তে শুরু করে সংক্রমণ। ফলে বাধ্য হয়েই সরকারকে আবার নতুন করে ২ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করতে হয়েছে। পাশাপাশি চারজনের বেশি মানুষ এক স্থানে একত্র হতে পারবেন না বলেও জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী কেবল টিকা গ্রহণ করেছেন এমন ব্যক্তি একা একা রেস্তোরাঁয় খাবার গ্রহণ করতে পারবেন। বাকিদের হোম ডেলিভারির মাধ্যমে কেনাকাটা করতে হবে। তবে এসব নিয়ম জারির ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এমন আশঙ্কায় বিক্ষোভ শুরু করেছেন সিউলেরক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, দুই বছর ধরেই বিধিনিষেধ মেনে চলছেন তারা। কারণ সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ