প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : একসঙ্গে দুটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজে হাত দিয়েছেন অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান। দুটি নাটকের একটি ‘ভ্যাগাবÐ’ ও অন্যটি ‘রাজু ৪২০’। দুটি নাটক রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকের নাম ভূমিকায়ও অভিনয় করেছেন জাহিদ হাসান। তবে দুটি নাটকের চরিত্র একেবারেই আলাদা বলে জানান তিনি। ‘ভ্যাগাবÐ’ ধারাবাহিকের বেশ কয়েক পর্বের শুটিং শেষে নির্মাণ শুরু করছেন ‘রাজু ৪২০’। দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও নাজিয়া হক অর্ষা। দু’জনেই জাহিদ হাসানের নির্দেশনায় প্রথম কাজ করছেন। জাহিদ হাসান বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দেয়া কঠিন কাজ। তবে শুটিং করার আগে মিটিং করি। তাতে সহজেই নাটকের শুটিং হয়ে যায়। আমি আমার নতুন দুটি ধারাবাহিক নাটক নিয়ে খুব আশাবাদী। দর্শকরা অন্যরকম মজা পাবেন।’ এদিকে জাহিদ হাসান অভিনীত ‘সাহেব বাবুর বৈঠকখানা’ একটি স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। জাহিদ হাসান জানান শিগগিরই ‘ভ্যাগাবÐ’ বাংলাভিশনে এবং ‘রাজু ৪২০’ এটিএন বাংলায় প্রচার শুরু হবে। এদিকে ‘এজেন্ট থ্রি’ নামের একটি বাণিজ্যিক চলচ্চিত্রে জাহিদ হাসান এ্যান্টি হিরো হিসেবে অভিনয় করবেন শিগগিরই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।