Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের প্রতিবাদে সুদানে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সুদানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৩ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জাতিসংঘ এমন রিপোর্ট প্রকাশ করার পর সুদানের কয়েকশ’ নারী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। চলতি সপ্তাহ জাতিসংঘ জানায়, রোববার সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবন ও আশেপাশে গণতন্ত্রের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অন্তত ১৩ জন নারীকে ধর্ষণ বা গণধর্ষণ করেছে। সুদানের লিঙ্গভিত্তিক সহিংসতা ইউনিটের প্রধান সুলেমা ইশাক আল-জাজিরাকে বলেন, তার বিভাগে ১৮-২৭ বছর বয়সী আটজন নারী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে দুইজনকে ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা দেয়া হয় এবং অন্যরা পরে আসে। সহিংসতার শিকার নারীর সংখ্যা আরও বেশি বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অক্টোবরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে রোববার নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন।আন্দোলনকারীরা বৃহস্পতিবার খার্তুমের জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি দেয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ