মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সচরাচর অগ্নি সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচ্চারণ করেই বিয়ের রীতি চালু রয়েছে ভারতের হিন্দু সমাজে। যদিও চিরাচরিত নিয়ম থেকে সরে নজির তৈরি করলেন ভারতের উড়িষ্যার এক যুগল। প্রচলিত হিন্দু প্রথায় নয়, ভারতীয় সংবিধান ছুঁয়ে শপথ করে বিয়ে করলেন এই নব দম্পতি। বেরহামপুরের ছেলে বিজয় কুমার ও উত্তরপ্রদেশের মেয়ে শ্রুতি সাক্সেনা। গত রবিবার বিয়েতে হিন্দুদের সনাতন নিয়ম উপেক্ষা করেই সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন তারা। বিয়ের অনুষ্ঠানে রক্তদানের জন্য একটি ক্যাম্পও খোলা হয়। সেখানে রক্তদানও করেন ভারতের এই নব দম্পতি। এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে আবার এই কাজকে সাধুবাদও জানান। বিয়ের শপথ এবং মালা বিনিময়ের পর পাত্রী শ্রুতি বলেন, আমাদের বিয়ে অন্যদের সামনে একটি আদর্শ স্থাপন করবে। পাশাপাশি অনুপ্রাণিতও করবে। বিজয়ের বাবা ডা. মোহন রাও জানান, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একইভাবে বিয়ে করিয়েছিলেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।