মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্থিরতা তৈরির অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্রান্ট বেইলি নামে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এনজিও কর্মী গ্রান্ট বেইলি কাবুলে নিখোঁজ ছিলেন। পরে তালেবান সরকার জানায়, কাবুলে অস্থিরতা তৈরির অভিযোগে ওই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে এ ব্যাপারে আফগান পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রান্ট বেইলিকে নিয়ে তারা তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে গ্রেফতার ওই ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। তাদের সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর এ বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে আসেন ওই ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা অবাক হয়েছি গ্রান্ট বেইলির কাবুলে ফিরে আসার ঘটনায়। ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।