Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুরিপানার সামগ্রীতে স্বাবলম্বী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দুস্থ নারীদের আয়ের পথ দেখাচ্ছে কচুরিপানা। পুকুর-ডোবায় অযতেœ বেড়ে ওঠা এই উদ্ভিদ শুকিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর হরেক সামগ্রী। সেগুলো বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল এলাকায় বেশ কয়েকজন নারীকে এসব সামগ্রী তৈরির জন্য হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় একটি সংস্থা। তাদের হাতে কচুরিপানা দিয়ে তৈরি সামগ্রীগুলো শোভা পাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেলা-প্রদর্শনীতেও। খবরে জানা যায়, ব্যান্ডেল কেওটা ত্রিকোণ পার্কের একটি সংস্থা কচুরিপানা রোদে শুকিয়ে তা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। তাদের সহায়তায় আয়ের পথ খুঁজে পাচ্ছেন এলাকার অভাবী নারীরা। শুকনো কচুরিপানা দিয়ে তারা তৈরি করছেন বাহারি ব্যাগ, জুয়েলারি, ফাইল, কলমদানি, ফুলদানিসহ নানা ধরনের ট্রে থেকে শুরু করে রকমারি সব পণ্য। সংস্থাটি আপাতত ২০ জন নারীকে এই প্রশিক্ষণ দিচ্ছে। তাদের তৈরি জিনিস বিভিন্ন প্রদর্শনী, মেলায় পাঠানো হচ্ছে। কচুরিপানা দিয়ে তৈরি রকমারি এসব পণ্যের কদর বাড়ছে ভারতে। মেলা থেকে সেগুলোর বিক্রিও বাড়ছে। তাতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সংশ্লিষ্ট নারীরা। পণ্যের চাহিদা বাড়ায় কাজের প্রতি তাদের আগ্রহও বাড়ছে। এলাকার দরিদ্র নারীদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্ণধার তাপস বৈদ্য। কেওটা ত্রিকোণ পার্কে নিজের তিনতলা বাড়িতেই কর্মশালা গড়ে তুলেছেন তিনি। ভবিষ্যতে এলাকার আরও নারীকে আয়ের পথ দেখাতে চান তাপস বৈদ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ