বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে দুই বোনকে হামলা মামলার প্রধান আসামি জীবন করিম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই অনুজ কুমার সরকার গতকাল বাবুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, জীবন এ মামলার মূল আসামি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাদের শনাক্ত করা ও গ্রেফতার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তার রিমান্ড মঞ্জুর করা হোক। এ ছাড়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জীবনকে কারাগারে আটক রাখারও আবেদন করেন তিনি। অপরদিকে জীবনের আইনজীবী আব্দুল লতিফ তালুকদার তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জীবন করিম বাবু পিপলস ইউনির্ভাসিটির শিক্ষার্থী। একই ঘটনায় গ্রেফতার হওয়ার লুৎফর রহমান রিমান্ড শেষে কারাগারে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।