Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফুটবল না থাকলে ম্যাকডোনাল্ডে কাজ করে খেতেন ক্লপ-গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১১:১৫ এএম
বড়দিন শেষে বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর দিন ম্যাচ খেলতে নামবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এরপর ২৮ ডিসেম্বর আরেকবার নামতে হবে তাদের। বছর শেষ হয়ে নতুন বছরের প্রথমদিনই আবার মাঠের লড়াইয়ে লিপ্ত হতে হবে। মানে ফুটবলারদের সময়টা কাটবে বিশাল ব্যস্ততায়। উৎসবের সময় হলেও তাদের উৎসব করার কোন সুযোগ নেই। আর তাই এই ফিকশ্চার নিয়ে সমালোচনা করেছেন বেশ কয়েকজন কোচ। তার মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। গার্দিওলা নাকি তার খেলোয়াড়দের এমনও বলেছেন, তারা যদি মনে করে থাকে যে তাদের স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করছে না লিগ কর্তৃপক্ষ। তাহলে তারা যেন প্রতিবাদ করেন৷ 
 
আর কোচদের ম্যাচ নিয়ে অভিযোগের তীব্র সমালোচনা করেছেন ক্রিস্টাল প্যালেসের সাবেক চেয়ারম্যান সিমন জর্ডান। তিনি বলেছেন বেশিরভাগ খেলোয়াড়ই খেলতে চান। এমনকি তিনি এও মন্তব্য করেছেন ফুটবলের কল্যাণেই তারা আজ এত চেনা পরিচিত। নয়তো তাদের ম্যাকডোনাল্ডে (খাবারের দোকানে)  কাজ করে জীবিকা নির্বাহ করতে হতো বলে তীর্যক মন্তব্য করেন তিনি৷ 
 
‘অনেক হয়েছে। খেলাটিকে খেল। খেলোয়াড়দের সঙ্গে থাক। তোমাদেরকে অনেক বেশি দেয়া হয়ে গেছে। আমি জানি বেশিরভাগ খেলোয়াড় এ ম্যাচগুলো খেলতে চায়।’ টক স্পোর্টসকে বলেন সিমন জর্ডান। 
 
‘আপনি মানুষকে যাই দেন না কেন, কেউ সন্তুষ্ট হয় না। আপনি কেমন ভালো করছেন এটা জিজ্ঞেস করলে কেমন হয়? কেমন হয় যদি নিজেকে চিমটি কেটে দেখেন কতোটা ভাগ্যবান আপনি। যদি ফুটবল না থাকতো না, তাহলে তোমাদের অর্ধেকের বেশি ম্যাকডোনাল্ডে কাজ করে খেত।’ যোগ করেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ