বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া কুমারখালী উপজেলার কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দুটি ছাগলের খতনা করে এলাকাবাসীকে দাওয়া করে ৩০০ মানুষের ভূড়িভোজ করেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলে এই ভিন্নধর্মী অনুষ্ঠান। অনুষ্ঠানে গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করানো হয়।
এ অনুষ্ঠান এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এলাকাবাসী জানান, ওহাব ও লাইলী বেগম ২৫ বছর পূর্বে সংসার বাঁধেন কিন্তু ২৫ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে কোনো সন্তান জন্ম গ্রহণ করেনি।
দিন মজুর ওহাব জানান, ২৫ বছর বিবাহিত জীবনে তাদের ঘরে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ সময় আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। ওহাব ও লাইলির মনে ছাগলের বাচ্চা দুটি খতনা করে এলাকাবাসীকে দাওয়াত করার ইচ্ছা পোষণ করেন। স্থানীয় লোকজনদের সাথে করে নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়।
এমন অদ্ভুত কাণ্ড দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় কাসেমপুর গ্রামে। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করানো হয়।
ওহাব ও লাইলি দম্পতি ওহাব আরও জানান, তার সংসারে কোনো সন্তান না হওয়ায় আত্মতুষ্টির জন্য তিনি এমন আয়োজন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।