নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত আসরের পুনরাবৃত্তিই যেন হলো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলপিএলে টানা দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি জাফনা কিংস ও গল গø্যাডিয়েটর্স। ফলও একই, জয় জাফনার। ২৩ রানে গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন তারা।
গত আসরেও জাফনার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন থিসারা পেরেরা। তখন অবশ্য দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। এবার বদল আসে মালিকানায়, পাল্টে যায় নাম। তবে তাতে খুব একটা পার্থক্য হয়নি মাঠের পারফরম্যান্সে। হাই স্কোরিং ফাইনালে আগে ব্যাট করা জাফনা মাত্র ৩ উইকেট হারিয়ে করে ২০১ রান। বড় লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি গল। দ্বিতীয় আসরে জাফনার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার ম্যাচে ব্যাট হাতে নায়ক ৪১ বলে ৬৩ রান করা আভিষ্কা ফার্নান্ডো এবং বোলিংয়ে ৪ ওভারে গলকে ভুগিয়েছেন ৩০ রান দিয়ে ২ উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফাইনালে সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আভিষ্কা, মোট ৩১২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও তিনি।
জাফনা কিংস : ২০ ওভারে ২০১/৩ (আভিশকা ৬৩, গুরবাজ ৩৫, কোলার-ক্যাডমোর ৫৭*, মালিক ২৩, থিসারা ১৭*; আমির ১/৩৯, থুসারা ১/৩৩, সামিত ১/৩২)। গল গø্যাডিয়েটর্স : ২০ ওভারে ১৭৮/৯ (মেন্ডিস ৩৯, গুনাথিলাকা ৫৪, হাফিজ ১০, রাজাপাকসা ১৪, সামিত ২২; থিকশানা ১/৫১, সিলস ১/৩৬, লাকমল ১/২৩, হাসারাঙ্গা ২/৩০, মালিক ০/১২, চতুরঙ্গা ২/১৫)। ফল : ২৩ রানে জিতে চ্যাম্পিয়ন জাফনা। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা : আভিশকা ফার্নান্দো (জাফনা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।