বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ছাত্রদলের কুমিল্লা উত্তর শাখার নবগঠিত আংশিক কমিটি নিয়ে নানামুখী অভিযোগ উঠেছে। ওই এলাকার বিএনপির উঠতি নেতার আদিপত্য বিস্তার এবং কোটির অঙ্কে পদ বাণিজ্যের অভিযোগ দাখিল করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন, মহাসচিবসহ সংশ্লিষ্টদের কাছে। গত সোমবার দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর কুমিল্লা উত্তর শাখা ছাত্রদলের ১০ সদস্যের কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। ঘোষিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনন্দ কখনই কুমিল্লা উত্তরের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো না। ওই কমিটির সহ-সভাপতি এস এম ইমরান হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলা যুবদলের ৯ নম্বর সহসভাপতির দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু পেশায় আইনজীবী। ২০০৮ সালের নির্বাচনে তিনি এলডিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের বিরুদ্ধে দায়েরা হওয়া একাধিক মামলায় প্রতিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে মুভ করেন বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিস্কার করা হয়। তখন দেবিদ্বার উপজেলা ছাত্রদল নেতা ছিলেন।
এসকল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই স্থানীয় বিএনপিসহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের ঝড় উঠে। বিক্ষুব্ধরা এই অপ্রত্যাশিত কমিটির নেপথ্যে স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় বিএনপির একজন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানকে অভিযুক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।