Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওলামায়ে কেরামের ঐক্য ছাত্র জনতার কল্যাণ আনবে -মিরপুরের ওলামায়ে কেরাম

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উলামায়ে কেরামের ঐক্য জাতি ধর্ম নির্বিশেষে ছাত্র জনতার কল্যাণ বয়ে আনতে পারে। গতকাল মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আল্লামা মোস্তাফা আজাদ দা.বা. এর সভাপতিত্বে বিগত ১৭ অক্টোবর অনুষ্ঠিত বেফাকের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সফলতা নিয়ে পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী বর্তমান সময়ে নানাবিধ জাতীয় সমস্যাদি নিরসনে অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছেন। সুতরাং কওমি শিক্ষা সনদের মান দেওয়ার ক্ষেত্রে সরকারকে কওমি উলামায়ে কেরামের কল্যাণ এবং আল্লামা আহমদ শফীর নিঃস্বার্থ পরামর্শের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। সভায় বলা হয় কওমির মান দেয়ার ক্ষেত্রে দেওবন্দের মূলনীতির ৭ম ধারা জরুরিভাবে মানতে হবে। সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর ঐক্য প্রক্রিয়াকে আরো বেগবান করার লক্ষ্যে বিভাগওয়ারী সম্মেলন দ্রুত বাস্তবায়ন করার জন্য বেফাক নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান। সভায় বেফাকের সহায়ক শক্তি হিসাবে ঢাকার মিরপুরের শত শত কওমি মাদরাসার সমন্বয়ে একটি আঞ্চলিক বোর্ড গঠনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বলা হয়, কওমির মান দেয়ার ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্টতা ক্ষতিকর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওলামায়ে কেরামের ঐক্য ছাত্র জনতার কল্যাণ আনবে -মিরপুরের ওলামায়ে কেরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ