মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে কাচিন প্রদেশের জেড খনিতে ভূমি ধসের ঘটনায় এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম। দুর্ঘটনায় এখনও ৫০জনের মত নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন, উদ্ধার কর্মীরা। সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রাতভর অনুসন্ধানের পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এতে একজনের লাশ পাওয়ার খবর নিশ্চিত হলেও নিখোঁজদের সন্ধান মেলেনি। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। হপাকান্তে শহরের অগ্নি নির্বাপণ দলের প্রধান পেয়ি নেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কতজন এখনও নিখোঁজ তা অনুমান করা অত্যন্ত কঠিন। তবে আমাদের ধারণা অন্তত ৫০ জনের সন্ধান এখনও মেলেনি। তাদের বেঁচে থাকার আশাও ক্ষীণ হয়ে এসেছে। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন প্রদেশের জেড খনিতে ভূমি ধসের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়। এছাড়া ওই সময় বলা হয়, খনিতে কাজ করা ৭০ থেকে ১০০ জন নিখোঁজ হয়। তবে কাচিন নিউজ গ্রুপ নিহতের সংখ্যা ২০ বলে দাবি করে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।