মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে পুলিশের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে ১৪ বছরের এক কিশোরী মারা গেছে। ঘটনার সময় মেয়েটি একটি কাপড়ের দোকানের ড্রেসিংরুমে ছিল। বাইরে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির দিকে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ড্রেসিংরুমের ভেতরে থাকা মেয়েটির গায়ে লাগে। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলসের নর্থ হলিউড এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের গুলিতে সেই সন্দেহভাজন ব্যক্তিও মারা গেছেন। তবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তির আক্রমণে আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লস অ্যাঞ্জেলস পুলিশের (এলএপিডি) ক্যাপ্টেন স্টেসি স্পেল সংবাদ সম্মেলনে বলেছেন, একটি দোকানে মারণাস্ত্রসহ একজনের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গুলি চালানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি আরেক লোককে নির্যাতন করছেন দেখে গুলি চালান পুলিশ সদস্যরা। তাদের গুলিতে অভিযুক্ত ব্যক্তি মারা যান। এলএপিডির সহকারী প্রধান ডমিনিক চোই জানান, এসময় একটি গুলি ড্রেসিংরুমের ভেতর চলে যায় এবং ১৪ বছরের এক কিশোরীর গায়ে লাগে। পরে তাকে মৃত অবস্থায় খুঁজে পান কর্মকর্তারা। তিনি বলেন, ড্রেসিংরুমের ভেতরে কী রয়েছে তা আপনি দেখতে পারবেন না। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।