মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আয়কর বিভাগের অভিযানে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যবসায়ীর নাম পীযূষ জৈন। সুগন্ধী দ্রব্য ও পেট্রল পাম্পের ব্যবসা করে সে। তিনি কানপুরের বাসিন্দা। তার বাড়িতে অভিযানের সময় আলমারি থেকে ১৫০ কোটির নোট উদ্ধার করা হয়েছে। কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন। নিজস্ব সূত্রের বরাত দিয়ে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পারফিউম উৎপাদনে কাঁচামাল সরবরাহকারী এক ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময়ে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুটি বড় ওয়ারড্রোবে জড়ো করে রাখা অর্থের পাহাড়ের স্তুপ দেখা গেছে। রুপির বান্ডেলগুলো প্লাস্টিকের কাভার এবং হলুদ টেপ দিয়ে মুড়িয়ে রাখতে দেখা গেছে। প্রতিটি ওয়ারড্রোবে ৩০টি এই ধরণের বড় বান্ডেল দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা গেছে, চারপাশে ছড়িয়ে রাখা আছে আরও অর্থ। এসব অর্থ গণনার জন্য আনা হয়েছে তিনটি কাউন্টিং মেশিন। অভিযানে উদ্ধার হওয়া মোট অর্থের পরিমাণ এখনও গুণে শেষ করতে পারেননি কর্মকর্তারা। বৃহস্পতিবার ওই অভিযান শুরু হয়। শুক্রবার সকালেও অভিযান চলতে থাকে। উত্তর প্রদেশের কানপুর ছাড়াও ওই ব্যবসায়ী মুম্বাই এবং গুজরাটের ঠিকানাতেও অভিযান চলছে। কর ফাঁকির অভিযোগে এই অভিযান শুরু হয়। পরে এতে যুক্ত হয় আয়কর বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার তৈরির বহু প্রমাণ পাওয়া গেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।