মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে প্রায় দুই হাজার ড্রোন রয়েছে যা ইসরাইলের প্রতিরক্ষা খাতের বিরাট ক্ষতি করতে সক্ষম। ইসরাইলের আলমা গবেষণা কেন্দ্র এ তথ্য দিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক রিপোর্টে কেন্দ্রটি বলেছে, ২০০৬ সালের যুদ্ধের সময় হিজবুল্লাহর হাতে ৫০টির মতো ড্রোন ছিল, সে সংখ্যা এখন প্রায় ২০০০। গত ১৫ বছরে হিজবুল্লাহর ভাণ্ডারে বিপুল পরিমাণে ড্রোন জমা হয়েছে।
গবেষণা কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, “২০০৬ সালের যুদ্ধের সময় আমাদের হিসাবমতে- হিজবুল্লাহর হাতে ৫০টির মতো ড্রোন ছিল। ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে ২০০-তে দাঁড়ায়। আমাদের ধারণা মতে- ২০১৬ সালে ড্রোন ছিল ৮০০ কিন্তু এখন আমাদের ধারণা হিজবুল্লাহর হাতে কমপক্ষে ২,০০০ ড্রোন আছে।”
রিপোর্টে আরো বলা হয়েছে- হিজবুল্লাহর এই ড্রোনের বহর ইসরাইলের উত্তরাঞ্চলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এছাড়া, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে হাইফা বন্দর কার্যত বন্ধ হয়ে যেতে পারে।
এর আগে গত মঙ্গলবার আলমা গবেষণা কেন্দ্র অন্য এক রিপার্টে বলেছিল- হিজবুল্লাহর বেশিরভাগ ড্রোন ইরানে তৈরি হয়েছে এবং এসব ড্রোন অভিযান চালানোর ক্ষেত্রে খুবই উন্নত। ইরান নিজের প্রচেষ্টায় এ পর্যায়ে পৌঁছেছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।