Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় সোয়েটার কারখানার আগুন

সাভার থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৪:২৮ পিএম

ঢাকার সাভারে একটি সোয়েটার তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর চারটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার আশুলিয়ার ইউনিক এলাকার ‘রান ফ্যাশন’ নামে সোয়েটার তৈরীর কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সোয়েটার তৈরীর টিনশেডের কারখানাটিতে দুপুরে হঠাৎ আগুনের সূত্রপাত দেখা দেয়। খবর পেয়ে দ্রুত তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। অগ্নিকান্ডে কারখানার ভিতরে থাকা তৈরী সোয়েটার, সুতাসহ বেশকিছু মেশিনারীজ পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ