প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পাঁচ বিবাহিত ব্যাচেলরের গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্রবলেম’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। সাহেদ আলীর প্রযোজনায় সদ্য শুটিং হওয়া ধারাবাহিকটিতে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় একঝাঁক তারকাকে।
নির্মাতা নাসির উদ্দিন মাসুদ জানান, ৫ জন বিবাহিত ব্যাচেলার ও তাদের ফ্যামিলির নানা রকম সমস্যা নিয়েই এগিয়ে যাবে এই গল্প।
‘ফ্যামিলি প্রবলেম’ নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, রুনা খান, চাষি আলম, জে এস হিমি, মুসাফির সৈয়দ, এলেন শুভ্র, মুকিত জাকারিয়া, সাবেরী আলম, হান্নান শেলি, আব্দুল্লাহ রানা, শর্মি সারমিন, সুমাইয়া আনজুম মিথিলা, আইরিন আফরোজ, তামান্না সরকার, সিয়াম নাসির, আনোয়ার হোসেন, শামিম হোসেনসহ অনেকে।
নাটকে দেখা যাবে শিবলু (মারজুক রাসেল), সনেট (চাষি আলম), আবির (মুসাফির সৈয়দ), রিয়াদ (এলেন শুভ্র) ও মিজানকে (মুকিত জাকারিয়া) বিবাহিত যুবক হিসেবে। কিন্তু তাদের কারোরই বউ নেই! কারণ সবার বউ ছেড়ে গেছে তাদের চরিত্র ও বিভিন্ন পারিবারিক প্রবলেমের কারণে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিগগিরই ২৯ পর্বে সাজানো ‘ফ্যামিলি প্রবলেম’ ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচার হবে নাগরিক টিভিতেও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।