প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নোভা ফিরোজ। সিনেমার ব্যতিক্রমী নাম দিয়ে ভালোই আগ্রহ জোগাচ্ছেন তারা। আজ (২৪ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো একটা গল্প বানানোর চেষ্টা করেছি। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন সেটা করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয়; ততক্ষণ আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি।’
সিয়াম আহমেদ বলেন, ‘পারিবারিক গল্পের ছবি এটি। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ রইল।’
নোভা ফিরোজ বলেন, ‘আমি এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছি। শুধু বলব দর্শকদের সম্পূর্ণ একটা পারিবারিক গল্পের ছবি উপহার দিতে যা প্রয়োজন তার সবই রেখেছি এতে।’
এদিকে, বাবা-ছেলের গল্পে নির্মিত ছবিটি দেখতে সঙ্গে বাবাকে নিয়ে গেলে টিকেটে ৫০ টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জের রুটস্ সিনেক্লাব। বৃহস্পতিবার এমন খবরটি শেয়ার করেছেন ‘মৃধা বনাম মৃধা’র কেন্দ্রীয় চরিত্র চিত্রনায়ক সিয়াম আহমেদ। রুটস্ সিনেক্লাবের অফিশিয়াল ঘোষণাটি শেয়ার করে সিয়াম লিখেছেন,‘আব্বুকে নিয়ে সিনেমা দেখলে ৫০ টাকা ডিসকাউন্ট! অদ্ভুত সুন্দর!’
গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। মেলে প্রশংসাও। চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় সিনেমার শুটিং। পোস্ট প্রডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।’
সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ। তারিক আনাম খানকে বাবা ও সিয়াম আহমেদকে ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সিনেমাটির আবহ সংগীত করেছেন ইমন সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টোস্টার প্রডাকশন ক্রিয়েশন। পরিবেশনা করছে নির্মাতা অনন্য মামুনের পরিবেশনা প্রতিষ্ঠান একশন কাট এন্টারটেইনমেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।