Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাহর কথায় হরল্যান্ডের দিকে নজর দিচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১১:৫১ পিএম
তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ বলার পর এরলিং হরল্যান্ডকে নিজেদের অন্যতম টার্গেট হিসেবে নিয়েছে লিভারপুল। রিপোর্ট অনুযায়ী সালাহ এনফিল্ডের ক্লাবটিকে তাদের শক্তি বৃদ্ধির জন্য কাজ করতে অনুরোধ করেছেন, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করার সময়। 
 
বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আসছে গ্রীষ্মে বুন্দেসলিগার ক্লাবটি ছাড়তে যাচ্ছেন।  তখন তার ৭৫ মিলিয়ন ইউরোর যে চুক্তি আছে সেটি সচল হবে এবং তখন তার সম্ভাব্য নতুন ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে।
 
স্কাই ডাচের খবর অনুযায়ী সালাহ লিভারপুলকে অনুরোধ করেছেন  দলের শক্তি বৃদ্ধি করার জন্য যেন ভবিষ্যতে দল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। 
 
গত আগস্টে কোচ ইয়ুর্গেন ক্লপকে হরল্যান্ডের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল৷ তখন তিনি বলেছিলেন ইউরোপের সব বড় ক্লাবই তাকে পেতে চাইবে।  তাছাড়া হরল্যান্ডের প্রশংসাও করেন ক্লপ৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ