Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ময়লার ঝুড়িতে ছুঁড়ে মার এটা’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১১:১৪ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সঙ্গে জড়িত একই ব্যক্তি একই সঙ্গে দুটি বড় পদে থাকতে পারবে না। যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নামে পরিচিত। আর এ কারণে কয়েকদিন আগে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ফুটবল দল অ্যাতলেটিকো দি কলকাতার পরিচালক পদ ছেড়েছিলেন৷ আর এ বিষয়টিকে ‘জ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি এও বলেছেন এটিকে ময়লার ঝুড়িতে ছুড়ে মারা উচিত। একই সঙ্গে দুই জায়গায় থাকলে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের গ্যারাকলে পরতে হয় সঙ্গে পোহাতে হয় কোর্টের ঝামেলা। 
 
ভারতের প্রধান কোচ থাকাকালীন সময়ে আইপিএলে ধারাভাষ্য দিতে পারতেন না রবি শাস্ত্রী। কিন্তু তিনি মূলত ধারাভাষ্য দেয়াকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন। এ বিষয়টি নিয়ে বেশ ক্ষীপ্ত তিনি৷ রবি শাস্ত্রী উদাহরণ টেনে বলেছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়া দলের দায়িত্বে থাকা স্বত্ত্বেও বিগব্যাশে ধারাভাষ্য দেন, কাজ করেন৷ এ নিয়ে কেউ কোন প্রশ্ন তোলে না৷ 
 
‘এই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বেশি রকমের। আমি সত্যিই এটির জন্য ছিলাম না। ইন্ডিয়ান দলের সঙ্গে থাকা কেউ আইপিএলের দলে কাজ করতে পারে না। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হলো মূর্খতা। এটি ঝুড়িতে ছুঁড়ে মারা উচিত। আমার জন্য ভারতের কোচ হলে ধারাভাষ্য দেয়া যাবে না। এটি কিভাবে করফ্লিক্ট অব ইন্টারেস্ট?।’ বলেন রবি শাস্ত্রী।
 
রবি শাস্ত্রী আরো বলেছেন এই অদ্ভুদ নিয়মের কারণে শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হতে পারছে না। তাই এটি ছুঁড়ে ফেলে দেয়া উচিত।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ