Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ লক্ষাধিক ডোজ ধ্বংস করল নাইজেরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

নাইজেরিয়া মজুদ থাকা টিকার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন জনসাধারণকে আশ্বস্ত করতে তাদের কাছে থাকা অ্যাস্ট্রাজেনেকার মেয়াদোত্তীর্ণ টিকার ১০ লাখেরও বেশি ডোজ ধ্বংস করেছে। বুধবার রাজধানী আবুজার একটি ডাম্প সাইটে স্বাস্থ্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে কার্ডবোর্ড বাক্স ও প্লাস্টিকের প্যাকেটে থাকা ডোজগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি মাসের মাঝামাঝি নাইজেরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ধনী অনেক দেশ তাদেরকে কোভিড-১৯ টিকার এমন অনেক ডোজ দিয়েছে যেগুলোর মেয়াদ ফুরিয়ে আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ডোজগুলো প্রয়োগ করা না গেলে, সেগুলোর মেয়াদ পার হয়ে যাবে। রয়টার্স গত ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে নাইজেরিয়ার কাছে থাকা কোভিড টিকার আনুমানিক প্রায় ১০ লাখ ডোজ নভেম্বরেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলে জানিয়েছিল। দেশটির প্রাইমারি হেলথ কেয়ার ডেভেলপমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক ফয়সাল শুয়াইব সাংবাদিকদের জানান, আফ্রিকা মহাদেশে টিকার পর্যাপ্ত সরবরাহ না থাকায় নাইজেরিয়া জেনেশুনেই অল্পদিন মেয়াদ বাকি থাকা টিকার ডোজ নিতে বাধ্য হয়েছে। “আমরা সফলতার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার মেয়াদোত্তীর্ণ ১০ লাখ ৬৬ হাজার ২১৪ ডোজ টিকা ধ্বংস করেছি। নাইজেরিয়ার নাগরিকদের কাছে স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি রেখেছি। টিকার এই ডোজগুলো ধ্বংস নাইজেরিয়ানদের জন্যও সুযোগ, তারা আমাদের টিকাদান কর্মসূচির উপর আস্থা রাখতে পারে,” বলেছেন শুয়াইব। ১০০ কোটিরও বেশি জনসংখ্যার মহাদেশটির সরকারগুলো আরও টিকা পেতে চাপ দিয়ে আসছে। আফ্রিকায় বিশ্বের সমৃদ্ধ অঞ্চলগুলোর তুলনায় টিকাদানের হার অনেক কম; যা মহাদেশটিতে সংক্রমণের হার ও মৃত্যুর ঊর্ধ্বগতির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে দ্রুত ছড়াতে সক্ষম নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এহানিরে প্রেসিডেন্সিয়াল কমিটির সিদ্ধান্তকে উদ্ধৃত করে বলেছেন, নাইজেরিয়া অল্পদিন মেয়াদ আছে এমন ডোজ আর নেবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্যন্ত নাইজেরিয়ায় কোভিড টিকার এক কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭২৯ ডোজ প্রয়োগ হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির বাসিন্দা ২০ কোটির বেশি; মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ২৭ হাজার ৩৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৯ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নাইজেরিয়ায় এখন টিকাদান কর্মসূচিতে দিনে এক লাখেরও বেশি ডোজ দিচ্ছে; কিন্তু এই হার তিনগুণ করা না গেলে আগামী বছরের মধ্যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি লোককে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা তাদের রয়েছে, তা পূরণ হবে না। সাম্প্রতিক সময়ে আফ্রিকার অন্যান্য দেশের মতো নাইজেরিয়ায়ও টিকার সরবরাহ বেড়েছে, যে কারণে এখন টিকার বন্টন ও নাগরিকদের টিকা নিতে অনীহার বিষয়গুলো সামনে এসেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ