Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলোসিয়ামের উপরে মহাকাশ স্টেশনের প্রদক্ষিণের ছবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইটালির ঐতিহ্যপ্রাচীন শহর রোম পৃথিবীর সঙ্গে জুড়ে দিল মহাকাশকে! পৃথিবীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রদক্ষিণ ধরা পড়ল ৪০০ কিলোমিটার নিচে রোমের সুপ্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহনকারী কলোসিয়ামের উপরে। কক্ষপথ ধরে কী ভাবে কোন পথ ধরে প্রদক্ষিণ করছে মহাকাশ স্টেশন, তা ধরা পড়েছে রোমের ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটারের উপরে। নজরকাড়া সেই ছবি ও ভিডিও তুলেছে রোমের জাদুঘর ‘পার্কো আর্কিওলজিকো দেল কলোসিয়ো’ এবং ‘ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট’। যৌথ ভাবে। গত ৬ এবং ৭ ডিসেম্বর। ইটালিতে প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন উপলক্ষে। মহাকাশ স্টেশনের সেই প্রদক্ষিণ-পথের ছবি তোলার মূল দায়িত্বে ছিলেন ইটালির বিশিষ্ট জ্যোতির্পদার্থবিজ্ঞানী গিয়ানলুকা মাসি। মহাকাশ স্টেশনে এখন রয়েছেন ১০ জন নভোচারী। একটি ছবিতে ধরা পড়েছে প্রদক্ষিণের পথে কী ভাবে কলোসিয়ামের উপরে আকাশের মধ্যবিন্দুতে পৌঁছচ্ছে মহাকাশ স্টেশন। অন্য ছবিটি তোলা হয়েছে শেষ বিকেলে। তখনও আকাশের আলোর সবটুকু ডুবে যায়নি অন্ধকারে। কলোসিয়ামের উপর দিয়ে যাওয়ার সময় মহাকাশ স্টেশনের যাত্রাপথের আগাগোড়াই তোলা হয়েছে ভিডিয়ো ক্যামেরায়।” রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ