মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে রাশিয়া পিছু হটবে না বলে সরাসরি জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিমা দেশগুলো তাদের আগ্রাসী আচরণ অব্যাহত রাখবে ততক্ষণ রাশিয়াও তার অবস্থান ধরে রাখবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনে যা করছে, তা একদম আমাদের বাড়ির কাছের বিষয়। তাদের বোঝা উচিৎ, আমরা মোটেও পিছু হটছি না। তারা কী ভেবেছে, আমরা বসে বসে দেখবো? এরপরই পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমারা যদি তাদের এই আগ্রাসী আচরন অব্যাহত রাখে তাহলে আমরাও সামরিকভাবে প্রতিক্রিয়া জানাবো এবং কঠিনভাবে জবাব দেবো। তবে কী ধরণের সামরিক পদক্ষেপ নেয়া হবে তা স্পষ্ট করেননি রুশ প্রেসিডেন্ট। তবে দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, প্রয়োজনে রাশিয়া ইউরোপের বিভিন্ন অংশে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। তবে এটি হবে যদি ন্যাটো একই ধরণের হামলা চালায় তাহলে। অপরদিকে, ইউক্রেনে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বুধবার এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওই টেলিফোনালাপের কথা ঘোষণা করেছে। এটি বলেছে, টেলিফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক ইউক্রেনসহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ব্লিঙ্কেন ও বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং প্রয়োজনে যৌথভাবে যেকোনো উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে তার ‘বড় ধরনের’ জবাব দিতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, প্রাচ্যে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার জন্য সব সময় অজুহাত খোঁজে আমেরিকা।বর্তমানে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ঘটনা ওয়াশিংটনকে সেই সুযোগ এনেছে দিয়েছে। পূর্ব ইউরোপকে উত্তেজিত করে তোলার জন্য আমেরিকা এখন অভিযোগ করছে যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। রাশিয়া এ অভিযোগ বারবার অস্বীকার করলেও আমেরিকা এবং ইউরোপ উত্তেজনা সৃষ্টি করার প্রচেষ্টায় মোটেই কার্পণ্য করছে না। আরটি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।