Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুস্থ থাকলে আবারো নির্বাচন করবেন তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যদি সুস্থ থাকেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দলের মনোনয়ন পেলে ২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । এ খবর দিয়েছে ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। বুধবার রাতে এবিসি নিউজকে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন। তার ভাষায়, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহু বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছেন। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে প্ররোচিত হবো। জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা যুক্তরাষ্ট্রে। তবে তার টিমও দাবি করেছেন, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। অন্যদিকে ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র‌্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনের পক্ষেই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী জো বাইডেন। এবিসির জন মুইরের সাক্ষাতকারে নির্বাচন নিয়ে জোর দেয়া হয়েছে। এতে মুইর তার কাছে দ্বিতীয় মেয়াদে নির্বাচন সম্পর্কে জানতে চান। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, এ বিষয়ে তো প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেছেনই। সাক্ষাতকার দেয়ার সময় কখনো কখনো কৌতুক করেন বাইডেন। মুইর তার কাছে জানতে চান, যদি ট্রাম্প আবার নির্বাচন করেন, তাহলে তিনিও কি তাই করবেন? এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ