মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলা আদালতে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও চার জন মারাত্মক আহত হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া কাজ করছে অগ্নি নির্বাপণ ইউনিট। লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের কাছে অবস্থিত আদালত ভবনটি। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় বিস্ফোরণের ঘটনাটি ভালোভাবে তদন্ত কর দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বিস্ফোরণে পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করেন তিনি। এছাড়া তিনি হুমকি মোকাবিলায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মীদের ড্রোন ধ্বংসকারী গ্যাজেট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।