মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের বড় তিনটি নিলাম প্রতিষ্ঠান এ বছর রেকর্ডসংখ্যক বিক্রি করেছে। সব মিলিয়ে বিক্রির আর্থিক মূল্য দেড় হাজার কোটি ডলার। এবারই প্রথমবারের মতো সংগ্রাহকরা জিন মিশেল ব্যাসকুয়েটের ছবি থেকে শুরু করে বিরকিন ব্র্যান্ডের ব্যাগ পর্যন্ত সবকিছুই বিক্রি করেছেন। বলা হচ্ছে, বৈশ্বিক সম্পদ বেড়ে যাওয়া ও তরুণদের কেনাকাটার আগ্রহই এ লেনদেনের মূল কারণ। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিনের চলতি বছরে মোট বিক্রির পরিমাণ ৭১০ কোটি ডলার, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সথবি’স আগেই জানিয়েছে যে তারা এ বছর ৭৩০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে, যা প্রতিষ্ঠানটির ২৭৭ বছরের ইতিহাসে প্রথম। এছাড়া ফিলিপসের বিক্রি হয়েছে ১২০ কোটি ডলারের, যেটি তাদের জন্য রেকর্ড। দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসজনিত মহামারী চলাকালে বৈশ্বিক সম্পদের পরিমাণ বেড়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে সরকারগুলোর দেয়া প্রণোদনা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণসুবিধা সহজ করা, সম্পদের দাম বৃদ্ধিসহ ভোক্তাচাহিদা বেড়ে যাওয়া। এসবের কারণে ধনী ক্রেতাদের হাতে প্রচুর পরিমাণ অর্থ জমা হয়েছিল। যার ফলাফল দেখা গেছে নিলাম প্রতিষ্ঠানগুলোর দেয়া হিসাবে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন স্টক ব্যবসারও প্রসার ঘটেছে এ খাতে তরুণদের অংশগ্রহণের ফলে। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।