Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৮:০৫ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাসপোর্ট অফিসের গেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, দেহে বোমা বেঁধে আত্মঘাতী হামলার উদ্দেশ্যে পাসপোর্ট অফিসের কাছে অবস্থান করছিলেন ওই ব্যক্তি।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকার চারপাশের বিল্ডিং এবং রাস্তা তালেবান নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর দেশে পাসপোর্ট পরিষেবাটি পুনরায় চালু হয়। সাম্প্রতিক দিনগুলোতে ভ্রমণের নথি পাওয়ার জন্য পাসপোর্ট অফিসে আফগানরা ভিড় করে।
পাসপোর্ট অফিস কর্মকর্তারা বলেন, তালেবান কর্মকর্তাদের ভ্রমণের নথি তৈরি করতে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আজকের দিন নির্ধারিত ছিল। এই দিনে তাদের অফিসে গিয়ে পাসর্পোটের নথি সংগ্রহ করতে বলা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ওই ব্যক্তি যখন অফিসে ঢোকার জন্য এগোচ্ছিলেন- তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং তার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় আসীন হওয়ার পর কয়েক দফা বোমা হামলা হয়েছে। প্রথম হামলাটি ঘটেছিল ২৬ আগস্ট, কাবুল বিমানবন্দরে। সেই হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছিলেন।
তারপর গত অক্টোবর-নভেম্বরে কান্দাহার, নানগারহার ও কুন্দুজ প্রদেশে হয়েছে বোমা হামলা। এসব হামলায় নিহতের মোট সংখ্যা দুই শতাধিক। ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর অন্যতম মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জানাজাতেও বোমা হামলা হয়েছে কিছুদিন আগে।
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এসব হামলার দায় স্বীকার করেছে।
এদিকে, বৃহস্পতিবার কাবুলের পাসপোর্ট অফিসে যখন ওই সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীকে হত্যা করা হয়, তখন জনাকীর্ণ ছিল অফিস। আকস্মিক গুলির শব্দে আতঙ্কিত সেবাগ্রহীতাদের ছুটোছুটিতে কয়েকজন আহত হয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন তালেবান প্রত্যক্ষদর্শী। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ