Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনজেমা যেন আরো ক্ষীপ্র হচ্ছেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১:৪৮ পিএম
স্প্যানিশ লা লিগায় আজ অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে। ম্যাচটিতে মাত্র প্রথম ৭ মিনিটের সময় দুটি গোল করেন করিম বেনজেমা। আর তার এই দুই গোলই শেষ পর্যন্ত রিয়ালকে জয় এনে দেয়। এর মাধ্যমে তারা টানা ১৫টি ম্যাচে অপরাজিত থেকেছে৷ 
 
করিম বেনজেমা দুটি গোল করে  নিজের ক্যারিয়ারে ৪০০তম গোলটি করেছেন। ৩৪ বছর বয়সেও এখনো তিনি খেলছেন একজন তরুণ ফুটবলারের মতো। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বেশ কয়েকজন তারকা খেলতে পারেননি৷ তাতে  কি গোল করতে কোন অসুবিধা হয়নি বেনজেমার ৷ তিনি তার কাজটি ঠিকই করে গেছেন৷ 
 
ম্যাচ শেষে করিম বেনজেমার প্রশংসা করেছেন কোচ আনচেলোত্তি একজন মানুষ হিসেবে একজন খেলোয়াড় হিসেবে। বেনজেমা যে ওয়ান ম্যান আর্মি সেটি তিনি জানিয়ে দিলেন। এ ব্যপারে বেনজেমা বলেন, অসাধারণ একজন ফরোয়ার্ড, অসাধারণ একজন অধিনায়ক। সেরা খেলোয়াড়। অসাধারণ একজন মানুষ। শক্তিশালী ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। সে বেশ অমায়িক। সেরা সেরা মানুষ।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ