Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার সঙ্গে মিশতে হবে সেটি খেলোয়াড়দের বোঝা উচিত; ইয়াসির শাহ সম্পর্কে বললেন রমিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:০০ পিএম
পাকিস্তানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহায়তা করার অভোযোগ উঠেছে ক্রিকেটার ইয়াসির শাহের বিরুদ্ধে। ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে থানায় এ অভিযোগ করে ভুক্তভোগী কিশোরী। সেখানে সে জানায় ইয়াসিরের বন্ধু তাকে ধর্ষণ করেছে এবং ইয়াসির এতে সহায়তা করেছেন৷ শুধু তাই নয়। পাকিস্তানের জাতীয় দলের তারকা এ স্পিনার না-কি তাকে হুমকিও দিয়েছেন এটি যেন কেউ না জানতে পারে। 
 
এমন অভিযোগ উঠার পর এখন উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। অবশেষে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তিনি এ বলে মন্তব্য করেছেন, খেলোয়াড়দের বোঝা উচিত কার সঙ্গে মেশা যাবে। কার সঙ্গে যাবে না। 
 
‘এটি অজ্ঞতা। ইয়াসির একজন প্রসিদ্ধ খেলোয়াড়। আর আমরা যেহেতু তাদের শিক্ষা দেই ও প্রশিক্ষণ দেই, তারা হলো দেশের প্রতিনিধিত্বকারী। তাদের বোঝা উচিত কার সঙ্গে মিশতে হবে। কার সঙ্গে না।’ বলেন রমিজ রাজা।
 
‘আমরা জানিনা এর সত্যতা কতটুকু। কিন্তু এটি বলতে হবে এমন হেডলাইন আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো নয়। যখন পাকিস্তান একটি স্বস্তিদায়ক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।’ যোগ করেন রমিজ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ