Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ম অবমাননায় যাবজ্জীবন আইন হচ্ছে পাঞ্জাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ধর্ম অবমাননা করলে যাবজ্জীবন শাস্তি দিয়ে নতুন আইন অনুমোদনে প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে পাঞ্জাব সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে এ আবেদন জানিয়েছে উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, গত শনি ও রোববার পাঞ্জাবে ধর্মের অবমাননার দায়ে দু’জনকে পিটিয়ে মেরেছে জনতা। এরপরে ধর্মনিন্দা সংক্রান্ত রাজ্যের দু’টি বিলে রাষ্ট্রপতির দ্রæত অনুমোদনের আবেদন করা হয়। ২০১৮ সালে পাঞ্জাব বিধানসভায় কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (পাঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল এবং দি ইন্ডিয়ান পেনাল কোড (পাঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল পাশ হয়। রাজ্যপাল ওই দুই বিলে সম্মতি দিয়েছেন। বিল দু’টি এখন রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ওই দু’টি আইনে বলা হয়েছে, কেউ যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য গুরু গ্রন্থ সাহিব, ভগবৎ গীতা, কুরআন অথবা বাইবেলের অবমাননা করে, তাহলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদÐ পর্যন্ত দেওয়া হতে পারে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রণধাওয়া বলেন, ধর্মগ্রন্থের অবমাননা পাঞ্জাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শ্রী গুরু গ্রন্থ সাহিবকে শিখরা জীবন্ত গুরু মনে করেন। তার সঙ্গে শিখদের মর্যাদা জড়িত। রণধাওয়া জানান, বর্তমান আইন অনুযায়ী কেউ ধর্মের অবমাননা করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। কিতু বর্তমান পরিস্থিতিতে ওই আইন যথেষ্ট নয়। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী লিখেছেন, পাঞ্জাব সীমান্তবর্তী রাজ্য। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ