Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়েন স্টেফানি ‘দ্য ভয়েস’ শোতে ফিরলেন

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গায়িকা গোয়েন স্টেফানি সঙ্গীত নিয়ে রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর দ্বাদশ মৌসুমে প্রশিক্ষক হিসেবে ফিরছেন।
এনবিসি তাদের জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের ১২ ও ১৩ মৌসুম নতুন করে সাজিয়েছে বলে জানিয়েছে। এখন এর একাদশ মৌসুম চলছে। এতে কোচ হিসেবে আছেনÑ অ্যাডাম লেভিন, বেøক শেল্টন, অ্যালিশিয়া কিজ এবং মাইলি সাইরাস। কারসন ডেলি শোটি উপস্থাপনা করেন।
সাইরাস মৌসুম ১২তে থাকছেন না, তারই স্থলাভিষিক্ত হবেন স্টেফানি। শেল্টন, কিজ আর লেভিন থাকবে আগের মতো। দ্বাদশ মৌসুম শুরু হবে ২০১৭ সালের ফেব্রæয়ারিতে।
সাইরাস ত্রয়োদশ মৌসুমে ফিরে আসবেন বলে নিশ্চিত হয়েছে। সেই মৌসুমের আর কোনো কোচ নিশ্চিত হয়নি।
এনবিসি এন্টারটেইনমেন্টের অল্টারনেটিভ অ্যান্ড রিয়েলিটি গ্রæপের প্রেসিডেন্ট পল টেলিডি বলেছেন, “গোয়েন, অ্যালিশিয়া, বেøক আর অ্যাডামের সেই অনন্য কেমিস্ট্রি আর প্রাণশক্তি পর্দায় ফিরিয়ে আনতে আমাদের তর সইছে না।”
“মাইলি ১৩ মৌসুমে ফিরছে বলেও আমরা আনন্দিত। সঙ্গীতে তার জ্ঞান আর প্রতিভা অতুলনীয়।”
শোটিতে নিয়মিত কোচের প্যানেল অদলবদল করা হয়। অতীতে ক্রিস্টিনা অ্যাগিলেরা, সিলো ত্রিন, শাকিরা, ফ্যারেল উইলিয়ামস এবং আশার অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়েন স্টেফানি ‘দ্য ভয়েস’ শোতে ফিরলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ