Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় খেলোয়াড়দের জন্য দক্ষিণ আফ্রিকায় খালি রাখা হবে হাসপাতালের বেড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১:৩৮ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গেছে দেশটিতে গেছে ভারত। তবে তারা এমন সময়ে গেছে যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে অনেকটাই বিপর্যস্ত আফ্রিকার দেশটি। সেখানে সাধারণ মানুষদের মধ্যে চলছে আতঙ্ক। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও তাদেরকে আর্থিক ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভারত এমন সময়েও সফর করতে গেছে। 
 
তবে জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকাকে কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে অন্যতম দুটি হলো তাদেরকে যে কোন সময় চলে আসতে দিতে হবে যদি দক্ষিণ আফ্রিকা তাদের বর্ডার বন্ধ করে দেয়। তাছাড়া ভারত যদি কোন সমস্যা মনে করে তাহলেও তারা চলে আসতে পারবে। আরেকটি হলো ভারতীয় দল যতোদিন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করবে ততোদিন তাদের জন্য হাসপাতালের বেড খালি রাখতে হবে৷ করোনার কারণে হাসপাতালের বেড খালি পাওয়া যায় না। এ জিনিসটি মাথায় রেখেই ভারতীয় দল শর্তটি দিয়েছে। শুধু যে করোনার কারণে খালি রাখতে বলা হয়েছে তা নয় যে কোন চিকিৎসার জন্য এ শর্ত দিয়েছে তারা। 
 
এসব তথ্য জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডাক্তার শুয়াইব মাঞ্জরা। এ ব্যপারে তিনি বলেন, ‘যদি কোন কারণে ভারতের কারো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় তাহলে সে ব্যবস্থা করেছি আমরা। কয়েকটি হাসপাতালের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বেড খালি রাখতে সম্মত হয়েছে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ