স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বার্সেলোনা৷ ম্যাচটির দ্বিতীয়ার্ধের অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলে সেভিয়া। ম্যাচের ৬৪ মিনিটের সময় জুলস কুন্দে বার্সার জর্দি আলবার মুখ লক্ষ করে বল ছুড়ে মারেন। যার কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়৷ ফলে বার্সার সামনে ছিল এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচটি জিতে নেয়া৷ এতে করে গত আগস্ট মাসের পর লা লিগার পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে আসতে পারত বার্সা৷ কিন্তু সেটি আর হয়নি। সেভিয়ার বিপক্ষে ড্র করায় তারা পয়েন্ট টেবিলের সপ্তমস্থানেই আছে। অপরদিকে সেভিয়া আছে দুই নাম্বারে৷
ম্যাচটিতে দুই দলই প্রথমার্ধে গোলের দেখা পায়৷ সেভিয়া পায় আগে। এরপর বার্সা সমতায় ফেরে। ৩২ মিনিটের সময় পাপু গোমেজ সেভিয়াকে প্রথমে এগিয়ে নেন। প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে ৪৫ মিনিটের সময় রোনাল্ড আরুজু পেনাল্টি থেকে বল জালে জড়ান৷
বর্তমানে ১৮ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে বার্সা। অপরদিকে সেভিয়া ১৮ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে।