পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি গড়ে উঠছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, এটি রাষ্ট্রকাঠামোর জন্য ভালো নয়। কী প্রক্রিয়ার মাধ্যমে এ সংস্কৃতি থেকে বের হয়ে আসা যায় তা নিয়ে ভাবার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত চতুর্থ দফা ইউপি নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে- পত্রিকামতে ৩৬০ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। প্রায় এক হাজার ৬০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্ব›িদ্বতা নির্বাচনকে উৎসাহিত করা বোধ হয় সম্ভব নয়, সমীচীনও নয়। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন তারা নিশ্চিয় বিষয়টি ভেবে দেখবেন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের মেয়াদ আর মাত্র ৫৫ দিন। তার আগে দায়িত্বটা ভালোভাবে সম্পন্ন করতে চাই। বাংলায় একটা প্রবাদ আছে- শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই শেষ ভালোটাকে সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই।
দায়িত্ব পালনে এ কমিশন সফল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ইসি বলেন, এটি একেকজনের একেক রকম অনুভূতি। তবে যেহেতু আমরা যে চার সহকর্মী কাজ করেছি। এখানে কোনো ব্যক্তিগত অনুভূতিকে মূল্যায়ন করা উচিত নয়। এককভাবে আমার কোনো বক্তব্য রাখতে চাই না। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার কামরুল হাসান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।