Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথভ্রষ্ট তাইওয়ান ফিরে আসতে বাধ্য যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ভীত নয় চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম


আমেরিকার সঙ্গে সম্ভাব্য যেকোন যুদ্ধে মোটেই ভীত নয় চীন এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে চীন মোটেই চুপ থাকবে না। সোমবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে চীন তাতে মোটেই ভীত হবে না এবং শেষ পর্যন্ত চীন লড়াই করবে। তবে দুপক্ষের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বেইজিং স্বাগত জানায় এবং তাতে দুপক্ষ লাভবান হতে পারে। ওয়াং ই বলেন, আমেরিকার পক্ষ থেকে চীন-মার্কিন সম্পর্ককে কৌশলগত ভুল অবস্থানে নেয়া হয়েছে। তারপরেও যদি প্রতিযোগিতা ইতিবাচক হয় তাহলে দুই পরাশক্তির মধ্যে প্রতিদ্ব›িদ্বতায় কোনো ক্ষতি নেই। তাইওয়ানের ব্যাপারে বেইজিংয়ের অবস্থান সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রী বলেন, তার সরকার তাইপেকে বেইজিং প্রশাসনের অধীনে আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, তাইওয়ান হচ্ছে পথভ্রষ্ট বালকের মতো এবং শেষ পর্যন্ত তারা ঘরে ফিরে আসতে বাধ্য হবে। তাইওয়ানকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার না করতে চীনা পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে সতর্ক করে দেন। তাইওয়ানের পক্ষে লড়াই করার অধিকার রাখে বলে আমেরিকা যে বক্তব্য দিয়েছে সে সম্পর্কে ওয়াং ই বলেন, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণের এই বক্তব্যে পরিস্থিতি পাল্টে গেছে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, তাইওয়ান ইস্যুতে আমেরিকা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক প্রথা লঙ্ঘন করছে। আমেরিকার এই ধরনের আচরণের কারণে চীন পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। খবরে বলা হয়, গত দুই বছরে বেইজিং তার সার্বভৌমত্ব দাবি করার জন্য সামরিক ও ক‚টনৈতিক চাপ বাড়িয়েছে। বিষয়টি তাইপেকে ক্ষুব্ধ করেছে এবং ওয়াশিংটনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পররাষ্ট্রমন্ত্রীর ভ‚মিকা ছাড়াও একজন স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকারী ওয়াং বলেন, বর্তমান উত্তেজনার কারণ স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা তাইওয়ান সরকারের প্রচেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো চীনকে নিয়ন্ত্রণ করতে তাইওয়ানকে ব্যবহার করতে চায়›। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের সাবেক প্রধান ওয়াং বলেন, এই বিকৃত কর্মগুলোই স্থিতাবস্থাকে পরিবর্তন করছে এবং তাইওয়ান প্রণালীতে শান্তিক্ষুণ্ন করছে। সিনহুয়া, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ