বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের ওপেনার আবিদ আলী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ দেশটির ঘরোয়া প্রতিযোগিতা কায়েদে আজম ট্রফিতে খাইবারপাখতুন ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচটিতে খেলার সময় তিনি বুকে ব্যথা ও অস্বস্তির কথা জানান৷ এরপর তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার "অ্যাকুয়েট
করোনারি সিনড্রম"এর চিকিৎসা করা হয়৷
আজ ছিল পাঞ্জাব ও খাইবারপাখতুনের ম্যাচটির শেষ দিন। তিনি ৬১ রান করে যখন অপরাজিত ছিলেন তখনই নিজের অস্বস্তির কথা জানান৷ এরপর দেরি না করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে বর্তমানে তিনি ভালো আছেন। তবে এখন তার ও তার পরিবারের ব্যক্তিগত বিষয়টি যেন অক্ষু্ন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। পিসিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে পরবর্তীতে তার পরিস্থিতি সম্পর্কে জানানো হবে৷
এদিকে আবিদ আলী আবার মাঠে ফিরতে পারবেন কি-না। ফিরলেও কতদিন লাগবে সে সম্পর্কে এখনো কিছু বিস্তারিত জানা যায়নি। তবে খুব সহসাই যে তিনি মাঠে নামতে পারবেন না এটি নিশ্চিত। ইংলিশ প্রতিভাবান ক্রিকেটার জেমস টেইলর ২০১৬ সালে হার্টের সমস্যার কারণে মাত্র ২৬ বছর বয়সে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। সূত্রঃ ক্রিকেট পাকিস্তান।