Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জাপান-কোরিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৮:৪২ পিএম

এশিয়ান হকির নতুন শক্তি রুপে আবির্ভূত হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে এ দুই দল। মঙ্গলবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কোরিয়া ৬-৫ গোলে পাকিস্তানকে এবং একই ভেন্যুতে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিতে জাপান ৫-৩ ব্যবধানে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা পেয়েছে। ফলে এখন তৃতীয়স্থানের জন্য লড়তে হবে এশিয়ার সাবেক দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বে জাপানের সঙ্গে মঙ্গলবারের জাপানকে মোটেও মেলানো যায়না। গতি ও বল নিয়ন্ত্রণে দুর্দান্ত জাপান শুরুতেই দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। তা প্রতিহত করতে গিয়ে ভারত প্রতিপক্ষকে পেনাল্টি স্ট্রোক দিতে বাধ্য হয়। প্রথম মিনিটে সুরাজ কেরকেরাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান শোতা ইয়ামাদা (১-০)। দ্বিতীয় মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার পাওয়া জাপান ব্যবধান দ্বিগুণ করে রাজকি ফুজুশিমার ফ্লিকে (২-০)। ম্যাচের ১৭ মিনিটে ধারার বিপরীতে দিলপ্রীত সিংয়ের ফিল্ড গোলে ব্যবধান কমায় ভারত (১-২)। গোলের পর বল দখলে ভারত ম্যাচে ফিরে আসে। ২৯ মিনিটে কেনতা তানাকাকে সার্কেলে ট্যাকল করেন ভারত গোলরক্ষক সুরাজ কেরকেরা। আম্পায়ার পেনাল্টির আবেদন নাকচ করে দেন। রিভিউর সিদ্ধান্ত জাপানের পক্ষে যায়। স্ট্রোক থেকে স্কোর লাইন ৩-১ করেন ইউশিকি কিরিশিতা। ৩৫ মিনিটে কোশেই কাওয়াবেই ফিল্ড গোল করে ব্যবধান ৪-১ করেন। ম্যাচে ফিরতে মরিয়া ভারত সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৩৭ ও ৩৮ মিনিটে দুটি কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে কাপিয়ে দিয়েছিল জাপান। ৪১ মিনিটে তৃতীয় প্রচেষ্টায় সফল হয় দলটি। রায়োমা ওকার ফিল্ড গোলে ব্যবধান আরো বড় করে জাপান (৫-১)। ৫৩ মিনিটে হারমানপ্রীত সিংয়ের পেনাল্টি কর্নার থেকে গোল পেয়ে ব্যবধান কমায় ভারত (২-৫)। ৫৯ মিনিটে আরেকটি পেনাল্টি কর্ণার পায় ভারত। হারদিক সিং গোল করে ব্যবধান কমালেও (৩-৫) হার এড়াতে পারেনি ভারতীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ