Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ধরা পড়ল নরখাদক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে। এই ধারণা থেকে মানুষ খুন করা শুরু করেছিল সে। খুন করে বছর সত্তরের এক বৃদ্ধকে। মানুষের মাংস খাওয়ার অভিযোগে সম্প্রতি জেমস ডেভিড রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ইদাহোতে। পুলিশ জানিয়েছে, বছর সত্তরের ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের দেহাবশেষ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বেশ কিছু অংশ গায়েব ছিল।

প্রত্যক্ষদর্শীরা রিপোর্ট করেছেন যে, ফ্ল্যাগেটের হত্যার দিন, রাসেল উত্তেজিত আচরণ করেছিলেন এবং সম্প্রতি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। আদালতের নথিতে ইঙ্গিত দেয়া হয়েছে, মে মাসে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মনস্তাত্ত্বিক সহায়তা নেয়ার সময়, রাসেল তার পরিবারকে বলেছিলেন যে তিনি আদালতের নথি অনুসারে ‘তার মস্তিষ্ক নিরাময় করার জন্য একটি ছুরি দিয়ে তার ত্বকের টুকরো কেটে ফেলতে চান’।

পুলিশ জানিয়েছে, রাসেলের প্রতি সন্দেহ হওয়ায় তার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রক্তমাখা ছুরি, বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। রাসেল আরও কাউকে খুন করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ