Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টটেনহ্যামের এই কূলও গেল ওই কূলও গেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৯:১০ এএম
ইউরোপের তৃতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব টটেনহ্যামকে৷  তবে এ ক্ষেত্রে বলা যায় তাদের কঁপালটি খারাপ ছিল৷ কারণ গ্রুপ পর্বের বাঁধা টপকে পরবর্তী রাউন্ডে যেতে পারত। কিন্তু করোনার নতুন করে বিস্তারের কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৯ ডিসেম্বর ফরাসি ক্লাব রেঁনের বিপক্ষে খেলতে পারেনি তারা। অথচ ম্যাচটি খেলতে লন্ডনেও পৌছেছিল রেঁনে। কিন্তু ম্যাচের আগের দিন রাতে টটেনহ্যামের পক্ষ থেকে তাদের জানানো হয় ম্যাচটি খেলা সম্ভব না৷  কারণ বেশ কয়কজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে গেছে। 
 
এখন নতুন করে এ ম্যাচটি আয়োজন করা আর সম্ভব না৷ কারণ দিন বের করার মতো কোন দিন নেই। আবার সময়ও নেই। তাই উয়েফা কনফারেন্স লিগের পরবর্তী রাউন্ডের ড্র করে ফেলে। রেঁনের বিপক্ষে না খেলতে পারায় টটেনহ্যাম পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থেকে যায়। ফলে পরবর্তী রাউন্ডে আর জায়গা হয়নি তাদের। ড্রও হয়ে যাওয়ায় তাদের সব সুযোগ শেষ হয়ে যায়৷ 
 
টটেনহ্যাম চেয়েছিল যে করেই  হোক মৌসুমের বাকি সময়টায় তৃতীয় বিভাগ লিগেই খেলতে। এজন্য তারা প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে ম্যাচটি স্থগিত করে ওই ম্যাচটি আয়োজন করতে। কিন্তু তাদের প্রস্তাব প্রত্যাখান করে দেয় লিগ কর্তৃপক্ষ। তবে টটেনহ্যামের কঁপালটা এতোটাই খারাপ যে লিস্টার বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত হয়ে যায়৷ ফলে তারা পারেনি রেঁনের বিপক্ষে খেলতে, না পারেনি লিস্টারের বিপক্ষে খেলতে। যদি ওই সময় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ওইদিন তাদের অনুমতি দিত তাহলে কনফারেন্স লিগে টিকে থাকতে পারত তারা। এখন তাদের ওই কূলও গেল আবার ওই কূলও গেল। সূত্রঃ মার্কা৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ