Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্ন্যুত্পাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৮:৪৯ এএম
স্পেনের ক্যানারি আইল্যান্ডের লা পালমায় কয়েকদিন আগে হঠাৎ করে অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে। আগ্নেয়গিরি ফেটে চারদিকে ছড়িয়ে পরে লাভা। যার কারণে ক্ষতিগ্রস্থ হয় মানুষ। ঘর-বাড়ি ছাড়া হয় অনেকে। সব মিলিয়ে প্রায় ৩ হাজার বাড়ি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যেই তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকে। এবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এজন্য তিনি তার পর্তুগালের একটি জাতীয় দলের জার্সি নিলামে তুলতে যাচ্ছেন। যেটি বিক্রি করে পাওয়া অর্থ খরচ করা হবে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য৷ জার্সিটির বিশেষত্ব হলো তিনি শুধু এটিতে একটি অটোগ্রাফই দেননি, সঙ্গে লা পারমার মানুষদের জন্য লিখেছেন একটি বার্তাও। সেখানে তিনি লিখেছেন, ‘আগ্নেয়গিরিও পারবে না লা পারমাকে হারাতে।  সুন্দর এ দ্বীপের প্রতি আমার ভালোবাসা অপরিসীম।’
 
মানুৃষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর অভ্যাসটা রোনালদোর অনেক আগে থেকেই। করোনা মহামারী শুরু হওয়ার সময়ও তিনি ৯০ হাজার  ইউরো দান করেছিলেন হাসাপাতালের জন্য৷ তাছাড়া ২ ফিলিস্তিনে একটি স্কুল বানানোর জন্য ও ম্যাক-এ-উইশ ফাউন্ডেশনের জন্য ২০১১ সালের গোল্ডেন বুট ও ২০১৩ সালের ব্যালন ডি’অরের পুরষ্কারটি বিক্রি করেছিলেন তিনি৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ