মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে হায়দার গোরবানি নামে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিয়েছে যা ইরানে এক বিরল ঘটনা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট তিনজন লোককে হত্যার দায়ে ৪৮ বছর বয়স্ক গোরবানিকে মৃত্যুদন্ড দেয়া হয়। তিনি ওই হত্যাকান্ডের সাথে কোনোভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, তিনি একজন রাজনৈতিক বন্দী ছিলেন।
জনাব গোরবানিকে ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান নামে একটি সরকারবিরোধী নির্বাসিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়ার দায়েও দোষী সাব্যস্ত করা হয়। এ গোষ্ঠীটি ইরানের কুর্দি জনগোষ্ঠীর জন্য বৃহত্তর স্বায়ত্বশাসনের জন্য লড়াই করছে।
উত্তর-পশ্চিম ইরানের সানানদাজ কারাগারে রোববার হায়দার গোরবানির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এর পর তার জন্মস্থান কুর্দিস্তান প্রদেশের কামিয়ারান শহরে বিক্ষোভকারীরা জড়ো হয় এবং তারা জনাব গোরবানিকে শহীদ বলে বর্ণনা করে।
ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদন্ড রায় বহাল রাখার পর এর বিরুদ্ধে এ বছর দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নানাভাবে প্রচারাভিযান চালিয়েছিল।
মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে, নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্য-প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্তের সময় তাকে কোনো আইনজীবী দেয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ইরানের প্রতি জনাব গোরবানির মৃত্যুদন্ড কার্যকর না করার এবং দন্ড বাতিল করার আহবান জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ঐ রায় বাতিল করে নতুন করে যথাযথ বিচার প্রক্রিয়া শুরুর জন্য তেহরানের প্রতি আহবান জানিয়েছিল।
ইরানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদন্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে যে, ইরান সেদেশের ভিন্নমতাবলম্বী, বিক্ষোভকারী এবং জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের একটি অস্ত্র হিসেবে মৃত্যুদÐকে ব্যবহার করছে। সূত্র : বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।