Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকড়সায় বিপত্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে নারী মন্ত্রীর সংবাদ সম্মেলনে বাগড়া দিয়েছে একটি মাকড়সা। কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী, ইয়েভেট ডি আইথ, সা¤প্রতিক টিকা নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে একটি বহিরাঙ্গন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। এসময় তাকে বলা হয় যে, ডায়াশে একটি মাকড়সা (হান্টসম্যান স্পাইডার) রয়েছে।
আতঙ্কিত হওয়ার পরিবর্তে, মহিলা মন্ত্রী তার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন যে, কেউ মাকড়সাটিকে এখান থেকে সরিয়ে দেবে কি না। কাছে থাকা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জন জেরার্ড কিছু কাগজপত্রের সাহায্যে মাকড়সাটি সরানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তখন মহিলা মন্ত্রী ঠাট্টা করে তার বক্তৃতা শুরু করে বলেন, এটা আমার মুখের কাছে এলে আমাকে জানাবেন। কিছুক্ষণ পর মাকড়সাটি ইভেট ডি আইথের পায়ের কাছে উপস্থিত হয়, কিন্তু তারপরে পালিয়ে যায়। উল্লেখ্য, এই বড় মাকড়সাটি গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুযুক্ত অঞ্চলে পাওয়া যায় এবং এর কামড় খুব বেদনাদায়ক। তবে এ ধরনের ক্ষত মানুষের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় না। সূত্র : জং অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ