বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘদিন ধরে ওষুধ বিক্রির পাশাপাশি নেশার সামগ্রী বিক্রি করলেও কখনো ধরা পড়েনি। এবার দোকান মালিকসহ তিনজন ধরা পড়েছে বগুড়া ও সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধায় সান্তাহার শহরের রেলগেট এলাকার তাছিন ফার্মেসীতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করে তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ দল। আটক তিনজন হলেন, ফার্মেসীর মালিক আমিনুল হক ওরফে বুলু, মেহেদী হাসান, ও মোমিন মাহামুদ।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, নেশার সামগ্রী বিক্রির বিষয়ে তথ্য থাকলেও স্থান চিহ্নিত করতে সময় লেগেছে। অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ফার্মেসীতে ওষুধের আড়ালে নেশার সামগ্রী রেখে গোপনে বিক্রি চলছিল। বিপুল পরিমাণ ভারতীয় নেশার ইনজেকশন কুমিজেসিক ও টাফেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নেশার সামগ্রীসহ আটক তিনজনকে আদমদীঘি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।