Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

খাগড়াছড়ি সদর উপজেলা কুমিল্লা টিলা এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজের স্বচ্ছতা যাছাই-বাছাইয়ে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, এনডিসি, মোহাম্মদ কামরুল ইসলাম। গত রোববার তিনি পরিদর্শন করেন, গৃহ নির্মাণ কাজ দেখে এবং গুণগত মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি প্রাক্কলন মোতাবেক সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমান ও স্থানীয় জনসাধারণ।

জানা যায়, সদর উপজেলা ২নং পৌর ওয়ার্ডের কুমিল্লা টিলা এলাকায় ২৫টি গৃহহীন-ভূমিহীন, পরিবারের মাঝে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। ঘর পেয়ে গৃহহীন মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ