Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ারের গতিপথ বদলাবেন বেন অ্যাফ্লেক!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

স্ট্রিমিং সার্ভিসের আধিপত্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবার বিবেচনায় হলিউড তারকা আপাতত ব্লকবাস্টারের সম্ভাবনাময় প্রজেক্টগুলো এড়াবার কথা বিবেচনা করছেন। প্লেলিস্ট সাময়িকীকে অ্যাফ্লেক বলেন, আমি কিছুদিন আগে (নির্মাতা) পল টমাস অ্যান্ডারসনের সঙ্গে ‘লিকোরিস পিৎজা’ দেখার পর কথা বলছিলাম। এসময় একটি ঢেউ এসে আমাকে আঘাত করে। আমি এক নতুন জন্ম দেখতে পেলাম, মনে হয় তা স্ট্রিমিং বিষয়টির জন্য। মনে হয় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অবশ্যই এই বাণিজ্য বদলে গেছে, তাই না? প্রথম ভদভিল, তারপর নির্বাক, টকি, রঙিন, তারপর এলো টেলিভিশন। এটি বিবর্তিত হয়েছে এবং হচ্ছে। অ্যাফ্লেক অভিনীত ‘দ্য ওয়ে ব্যাক’ ফিল্মটিও স্ট্রিমিং হয়েছে। তার মতে করোনাভাইরাস মহামারী মানুষের ফিল্ম দেখার ধারণাও বদলে দিয়েছে। তিনি বলেন, আমার ফিল্ম ‘দ্য ওয়ে ব্যাক’ কেউ হলে গিয়ে দেখতে রাজি হয়নি। আমি অনুভব করতে পারি। ফিল্মটি ভাল একটি ড্রামা, আমার পছন্দের। দর্শকদের দাবি আমরা এটি স্ট্রিমিংয়ে দেখতে চাই, আমরা খোলা জায়গায় দেখতে চাই না। প্রাপ্তবয়স্কদের ড্রামা স্ট্রিমিংয়ে দেখার বড় একটি শ্রেণী সৃষ্টি হয়েছে।” মেনে নিতে হবে দর্শকরা এই মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠেছে, তারা নিজের বাড়িতেই ভাল ফিল্ম দেখতে চায়। আমাদেরও তাতে খাপ খাইয়ে নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেন অ্যাফ্লেক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ